জাতীয়

মাস্ক খুলে ক্রেতার সঙ্গে কথা বলায় ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা

স্বাস্থ্যবিধি পরিপালন ও মাস্ক পরা নিশ্চিত করতে রাজধানীর বেইলি রোড এলাকার বিভিন্ন শপিংমলে অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না পরায় বেইলি রোডের বিভিন্ন শপিংমলের ব্যবসায়ী ও ক্রেতাদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (৬ মে) দুপুর সাড়ে ১২টা থেকে এ অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. সঞ্জীব দাস।

অভিযান চলাকালে দেখা যায়, ইনফ্যান্সি শপিংমলের ম্যানেজার দিদার মাস্ক খুলে কথা বলার কারণে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. সঞ্জীব দাস জাগো নিউজকে বলেন, দুপুর সাড়ে ১২টা থেকে অভিযান চলছে। এখন পর্যন্ত আমার একজন ব্যবসায়ীকে জরিমানা করেছি। তিনি মাস্ক খুলে ক্রেতাদের সঙ্গে কথা বলছিলেন।

অভিযান চলছে, অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

টিটি/বিএ/এমকেএইচ