দিনাজপুরের ৫০০ গৃহকর্মী ও তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর জেলা স্টেডিয়ামে এ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ৪৫০ গৃহকর্মী ও ৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে চাল, ডাল, তেল, সেমাই ও চিনি ব্যাগ তুলে দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি।
এসময় পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি বলেন, লকডাউনে অনেকে কর্মহীন হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্মহীন হয়ে পড়াদের জন্য ঈদ উপহার ঘোষণা করেছেন।
এমদাদুল হক মিলন/এসএমএম/এএসএম