দেশজুড়ে

গাছের নিচে জুয়ার আসর, আটক ৮

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে ৮ জন জুয়ারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ২৩ হাজার ১৭০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাতে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটকরা হলেন- সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ওয়াসিম (৪২), আলতাব আলীর ছেলে সুলমান মিয়া (২৬), হেলু মিয়ার ছেলে মো. শাওয়াল মিয়া(৪০), মৃত মজনু মিয়ার ছেলে রেনু মিয়া (৫৫), আলী আকবরের ছেলে মো. ইয়াছিন মিয়া (৪০), সুহিলপুরের কলামুড়ির আব্দুল আলীর ছেলে মো. আকিবুর রহমান (৩২), বুধল ইউনিয়নের নন্দনপুরের মৃত ইউনুছ মিয়ার ছেলে মো. আলআমিন (৩০) ও মৃত শাহাদাত আলীর ছেলে শাহাজাহান (৪০)।

জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কলামুড়ি গ্রামে অভিযান চালায় র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

অভিযানের নেতৃত্বে দেন ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোহাম্মদ আক্কাস আলী। কলামুড়ি এলাকার একটি বাড়ির উঠানের পাশে কাঠ গাছের নিচে জুয়া খেলা সময় ৮ জন জুয়ারিকে আটক করা হয়।

এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আবুল হাসনাত মো. রাফি/এমআরএম