নাটোরে সড়ক দুর্ঘটনায় আসিদ কর্মকার নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (৮ মে) সকাল পৌনে ৭টায় নাটোর-বগুড়া মহাসড়কে শহরের হাজরা নাটোর এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অসিদ সিংড়া উপজেলার হাতিয়ানদহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি নাটোরের পটুয়াপাড়া মহল্লার অনিল কর্মকারের ছেলে।
পুলিশ জানায়, শনিবার সকাল পৌনে ৭টায় একটি যাত্রীবাহী বাস হাজারা নাটোর এলাকায় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি সড়কের নিচে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আসিদ কর্মকার নিহত হন।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল মতিন বলেন, আহতদের সকলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে একজন গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।
অপরদিকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পড়ে যাওয়া বাসটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
রেজাউল করিম রেজা/এসএমএম/এএসএম