ধর্ম

ইফতার ও সাহরির সময়সূচি : ২৬ রমজান

আজ রোববার, ২৬ রমজান ১৪৪২ হিজরি। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঘোষিত ঢাকা ও তার পাশ্ববর্তী এলাকার জন্য আজকের ইফতার ও সাহরির সময়সূচিসহ ইফতারের দোয়া, সাহরির নিয়ত ও শবে কদরের বিশেষ দোয়া তুলে ধরা হলো-

> ইফতার – ৬:৩৫ মিনিট।> সাহরির শেষ সময় (২৭ রমজান, ১০ মে) – ৩:৫০ মিনিট।

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সাহরি ও ইফতার করতে হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

 

ইফতারের দোয়াبِسْمِ الله - اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُউচ্চারণ : ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু।অর্থ : ‘আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। (আবু দাউদ মুরসাল, মিশকাত)

সাহরির পর রোজার নিয়তبِصَوْمِ غَدًا نَوَيْتُ مِنْ شَهْرِ رَمَضَانউচ্চারণ : বিসাওমি গাদান নাওয়াইতু মিন শাহরি রামাদান।অর্থ : আমি রমজান মাসের আগামীকালের রোজা রাখার নিয়ত করছি।

শবে কদরের দোয়াশবে কদর পেলে কী দোয়া পড়তে হবে এমন এক প্রশ্নে বিশ্বনবি সুস্পষ্ট বক্তব্য তুলে ধরেছেন। হাদিসে এসেছে-হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, যদি আমি জানতে পারি অমুক রাত শবে কদর, তখন আমি কী দোয়া পড়বো? তিনি বললেন, এই দোয়া পড়বে-اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيউচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নাকা আউয়্যুন, তুহিব্বুল আফওয়া, ফাফু আন্নি।’অর্থ : হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। ক্ষমা করে দিতে ভালোবাসেন। সুতরাং আমাকে ক্ষমা করে দিন।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, পরিপূর্ণভাবে শবে কদরকে অনুসন্ধান করা। শবে কদর পেয়ে নিজেদের সৌভাগ্যশালী করে নেওয়া।

এমএমএস/এমকেএইচ