দেশজুড়ে

নিখোঁজের ২৭ দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

ফেনীর পরশুরামে নিখোঁজের ২৭ দিন পর মো. ইয়াছিন (২৭) নামের এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় মো. সেলিম (২৮) নামের একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ মে) দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকার রাঙ্গামাটিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইয়াছিন উপজেলার মির্জানগর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার রাঙ্গামাটিয়া গ্রামের হাসান আহাম্মদ গুরু মিয়ার ছেলে।

আটক মো. সেলিম মাটিয়ারাঙ্গা গ্রামের আবুল কালামের ছেলে। পুলিশ জানায়, গত ১৩ এপ্রিল পরশুরামের রাঙ্গামাটিয়া গ্রাম থেকে নিখোঁজ হন ইয়াছিন। বিভিন্ন স্থানে খুঁজে তার সন্ধান না পেয়ে পরশুরাম থানায় একটি নিখোঁজ ডায়রি করে পরিবার।

নিহতের বড়ভাই হারুন আহমেদ নান্টু বলেন, একপর্যায়ে বিষয়টি ফেনীর গোয়েন্দা পুলিশকে অবহিত করি। তারা রোববার দুপুরে আমার ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, পরিবারের দেয়া তথ্যমতে, মাটিয়ারাঙ্গা গ্রামের শ্রমিক মো. সেলিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এ হত্যাকাণ্ড সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে।

তার দেয়া তথ্য অনুযায়ী, রোববার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াছিনের মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে সোমবার (১০ মে) গণমাধ্যমে বিস্তারিত বিষয় তুলে ধরবেন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী।

এসএমএম/এমএস