দেশজুড়ে

ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে ইমাম নিহত

চুয়াডাঙ্গার সদ উপজেলায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে নিজামউদ্দিন (৫৮) নামে এক ইমাম নিহত হয়েছেন। রোববার (৯ মে) বিকেল ৩টায় সদর উপজেলার আলোকদিয়া গ্রামের বুনোমাঠে এ ঘটনা ঘটে।

মৃত নিজাম উদ্দিন একই উপজেলার আলোকদিয়া ইউনিয়ানের পিরপুর গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে এবং তিনি পীরপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম ছিলেন।

পরিবার জানায়, রোববার দুপুরে নিজামউদ্দিন গ্রামের বুনোমাঠে ঘাস কাটার জন্য যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বজ্রপাতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি।

সালাউদ্দীন কাজল/এসএমএম/এমকেএইচ