সাহিত্য

মাকে নিয়ে সাজেদুর আবেদীন শান্তর কবিতা

মা

আমি মরে যাচ্ছি, কারো কিছু যায় আসছে নামনে হয় পৃথিবীর কিছুই হচ্ছে নাপ্রকৃতি যেন বলছে, একটা বোঝা কমে গেল

ডাঙায় মাছেদের মতোন লাফাচ্ছি আমিআমার কষ্ট হচ্ছে,পৃথিবী হাসছে, সে ভাবছে এই বুঝি একটা উটকো ঝামেলা কমলো

আমি মরে যাচ্ছি, কারো যায় আসছে নাপাশে ফিরে হঠাৎ দেখি আমার মা কাঁদছেন,আল্লাহর কাছে তার সমস্ত আয়ুর বিনিময়ে আমাকে বাঁচাতে আবেদন করে যাচ্ছেন।

আমি মরে যাচ্ছি, কারো কিছু যায় আসছে নাগাছ থেকে পাতা খসে যাওয়ার মতো সাধারণ ঘটনা ঘটছেআমি মরে যাচ্ছি, কেবল আমার মা টের পাচ্ছেন...

****

মা নেই বলে

মা আজ তুমি নেই বলে,সূর্য ওঠেনি।মা আজ তুমি নেই বলে,ফুল ফোটেনি।

মা আজ তুমি নেই বলে,শূন্য লাগছে ঘর-বাড়ি।মা আজ তুমি নেই বলে,চাঁদ করেছে মেঘের সাথে আড়ি।

মা তুমি ফিরে এসো আমার ঘরে,তুমি ফিরলে ঘরে, মন যে আমার ভরে।মাগো ফিরলে তুমি করবো না আর দুষ্টুমি,তোমার জন্য হতে পারি শ্রেষ্ঠ ছেলেটি আমি।

মাগো তুমি ফিরে এসো আমার মনে,তোমারই শেখানো গান যে বাজে আমার প্রাণে।

এসইউ/এমকেএইচ