কিশোরগঞ্জের হোসেনপুরে ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রপাতে আল নূর (৮) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৯ মে) বিকেলে উপজেলার চর পুমদী গ্রামে এ ঘটনা ঘটে।
আল নূর ওই গ্রামের ইকবাল হোসেনের ছেলে। সে স্থানীয় হাফেজ মুসলেহ উদ্দিন হাফেজিয়া মাদরাসার নূরানি শেণির ছাত্র ছিল।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, শিশুটি বাড়ির পাশের একটি মাঠে ঘুড়ি উড়চ্ছিল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সে মারা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নূর মোহাম্মদ/আরএইচ/এমকেএইচ