ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে আলেয়া বেগম (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (৯ মে সকাল সাড়ে ৭টায় জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও গ্রামের এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে আকাশে মেঘ করলে আলেয়া বেগম বাড়ির পাশে মাঠে ধানক্ষেত দেখতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। মৃত আলেয়া বেগম উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের মহেদ্রগাঁও গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম আওরঙ্গজেব বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তানভীর হাসান তানু/এমআরএম