দেশজুড়ে

ঈদে চারদিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত পণ্য রফতানি বন্ধ থাকবে।

সোমবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

তিনি বলেন, এ বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন যৌথভাবে ঈদে চারদিন বন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতোমধ্যে আগরতলার ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয়েছে।

আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, ভারত থেকে হাইকমিশনারের অনুমোদন নিয়ে যারা এ বন্দর দিয়ে ফিরতে চাচ্ছেন, তাদের আসতে কোনো বাধা নেই। এ চারদিন রফতানি বন্ধ থাকলেও অনুমোদন নেয়া যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

আবুল হাসনাত মো. রাফি/এসএমএম/এএসএম