পিরোজপুরের মঠবাড়িয়ার পাঁচ গ্রামে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বৃহস্পতিবার (১৩ মে) এ পাঁচগ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার উপজেলার ভাইজোড়া গ্রামে খন্দকার বাড়ির সাবেক চেয়ারম্যান শামসুল হক খন্দকারের নেতৃত্বে একটি জামাত এবং কচুবাড়িয়া গ্রামের হাজি বাড়ির ফরহাদ মেম্বরের নেতৃত্বে একটির জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া ও খেতাছিড়া গ্রামে শুরেশ্বর পীরের অনুসারী প্রায় ছয় শতাধিক পরিবার ঈদুল ফিতর উদযাপন করেছে।
কচুবাড়িয়া গ্রামের ফরহাদ মেম্বর জানান, সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ আদায় করেছেন।
ভাইজোড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মো. শিপন খন্দকার জানান, সকাল ৯টায় তারা ঈদের নামাজ আদায় করেছেন।
এএইচ/এমকেএইচ