দেশজুড়ে

রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে কালীগঞ্জ-পিপরুল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা হলেন কালীগঞ্জ গাওয়া পাড়া গ্রামের মৃত রজব আলীর স্ত্রী আমেনা বেওয়া (৯০)।

নিহতের নাতি আবু বক্কর জানান, রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের চালক দ্রুত গতিতে তার নানীকে ধাক্কা দেয়। এ সময় গ্রামবাসী এগিয়ে আসলে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। গ্রামবাসী বৃদ্ধাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম জানান, চালককে চিহ্নিত করে তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

রেজাউল করিম রেজা/জেডএইচ/