খেলাধুলা

বিশ্বকাপ খেলতে সুইজারল্যান্ডের পথে রোমান সানারা

আরচারি বিশ্বকাপে অংশ নিতে রোমান সানারা এখন সুইজারল্যান্ডের পথে। সকালে বাংলাদেশ দল সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

সোমবার (১৭ মে) থেকে ২৩ মে পর্যন্ত দেশটির লুজানে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

বিশ্বকাপ স্টেজ টু’তে বাংলাদেশ থেকে রিকার্ভ ডিভিশন পুরুষ ও মহিলা আরচারি দল এবং কম্পাউন্ড ডিভিশনে একজন পুরুষ আরচার অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ আরচারি দলপ্রধান কোচ : ফ্রেডরিক মার্টিনকোচ : জিয়াউল হকআরচার : রামকৃষ্ণ সাহা, রোমান সানা, হাকিম আহমেদ রুবেল, তামিমুল ইসলাম, অসীম কুমার দাস, বিউটি রায়, দিয়া সিদ্দিকী ও মেহনাজ আক্তার মনিরা।

আরআই/এসএএস/জেআইএম