নেত্রকোনায় গরু আনতে গিয়ে বজ্রপাতে মহিউদ্দিন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (১৬ মে) দুপুরে সদর উপজেলার আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া কৃষক মহিউদ্দিন ওই এলাকায় বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে বাড়ির সামনের মাঠ থেকে গরু আনতে যান মহিউদ্দিন। এ সময় বৃষ্টি বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে তার শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এইচ এম কামাল/আরএইচ/এমএস