দেশজুড়ে

৩০ কেজির বাঘাইড় কিনে নিল ১৫ বন্ধু

সুনামগঞ্জের রানীনগর গ্রামের জেলে জীবন বিশ্বাস। সেই শৈশব থেকেই মাছ ধরার সঙ্গে জড়িত তিনি। তার পেশা মাছ ধরা। অন্যান্য দিনের মতো শনিবার (১৫ মে) রাতে কুশিয়ারা নদীতে মাছ ধরতে যান জীবন বিশ্বাস। অনেকবার নদীতে জাল ফেললেন কিন্তু একটা মাছও উঠল না। নিরাশ হয়ে জাল নৌকার একপাশে রেখে পাঁচ মিনিট মন খারাপ করে বসে থাকেন।

মাছ পাওয়ার আশায় আবারো নদীতে জাল ফেলেন। এবার তিনি বুঝতে পারেন কেউ যেন তার জাল টেনে নিয়ে যাচ্ছে। তাৎক্ষণিক তিনি জাল টান দেন। জাল টেনে একটু ওপরে তোলার পরই বুঝতে পারেন তার জালে ধরা পড়েছে একটি বড় মাছ। পরে মেপে দেখা যায় মাছটির ওজন ৩০ কেজি।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার স্থানীয় পাইলগাঁও বাজারে মাছটি বিক্রির জন্য তোলা হয়। মাছটি দেখতে বাজারে লোকজন ভিড় জমান। প্রথমে একজন ব্যবসায়ী মাছটি ২০ হাজার টাকায় নিতে চান। এ দামে দিতে চাননি জেলে জীবন বিশ্বাস। পরে পাইলগাঁও গ্রামের শেনুর আলীসহ তার ১৫ জন বন্ধু মিলে মাছটি ৩৫ হাজার টাকায় কিনে নেন।

জেলে জীবন বিশ্বাস জাগো নিউজকে বলেন, ‘মাছ ধরে জীবিকা নির্বাহ করা আমার পেশা। বাপ-দাদার মুখে কুশিয়ারা নদীতে বড় বড় বাঘাইড় মাছ ধরার গল্প শুনতাম। শনিবার রাতে অনেকবার নদীতে জাল ফেলে একটি মাছও ধরতে পারিনি। পরে রাগের মাথায় শেষবারের মতো নদীতে জাল ফেললে ওই মাছটি জালে আটকা পড়ে। ছোটবেলা থেকে মাছ ধরছি কিন্তু জীবনে এই প্রথম এতো বড় মাছ ধরতে পেরে খুব আনন্দিত।’

ক্রেতা শেনুর মিয়া জাগো নিউজকে বলেন, ‘রাতে শুনেছিলাম এক জেলের জালে ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। সকালে আমরা ১৫ বন্ধু মিলে ৩৫ হাজার টাকায় কিনি। পরে মাছটা কেটে ভাগ করে নিয়েছি।’

লিপসন আহমেদ/এসআর/জেআইএম