ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদরে যাত্রীবাহী প্রাইভেটকারের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (১৬ মে) বিকেলে মহাসড়কের বাগজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।
আহতরা হলেন মোটরসাইকেলচালক রাকিব হোসেন (১৮) এবং প্রাইভেটকারচালক মোস্তাফিজুর রহমান (৪৩)।
গোলড়া হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। বিকেল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বাগজান এলাকায় একটি মোটরসাইকেল সড়কে উঠছিল। এ সময় প্রাইভেটকারটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে চাপা দেয়। এতে পথচারী গুরুতর আহত হন। এসময় আহত মোটরসাইকেলচালক রাকিব, প্রাইভেটকারচালক মোস্তাফিজুর ও পথচারীকে জেলা সদর হাসপাতালে পাঠায় গোলড়া হাইওয়ে পুলিশ।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, হাসপাতালে পাঠানোর পর ওই পথচারীর মৃত্যু হয়। এ ঘটনায় প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
বি এম খোরশেদ/এএইচ/এমএস