যে কোনো দুর্যোগ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
সোমবার (১৭ মে) দুপুরে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কোনো সঙ্কট-শঙ্কাও নেই। অর্থ বা খাদ্য কোনো কিছুরই ঘাটতি নেই। এখন সর্বোচ্চ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার সরকারের হাতে রয়েছে। জনগণের প্রয়োজনে সে অর্থ ব্যয় করা হবে।
তিনি আরও বলেন, গত বছর করোনাকালীন কিছু অসাধু চেয়ারম্যান ত্রাণ বিতরণে অনিয়ম করেন। তাদের শাস্তির আওতায় আনায় এ বছর কোথাও অনিয়মের খবর পাওয়া যায়নি।
এসময় মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, জেলা প্রশাসক ডা. মনছুর আলম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
আসিফ ইকবাল/আরএইচ/এমকেএইচ