দেশজুড়ে

রায়গঞ্জে বজ্রপাতে ছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে হোমিও মেডিকেল কলেজের এক আদিবাসী ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাকাই সিংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছাত্র নিরঞ্জন সিং (২১) ওই গ্রামের অধীন সিংয়ের ছেলে।

ধামাইনগর ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান তালুকদার সুমন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার বিকেলে মেঘ দেখে বাড়ির পাশে মাঠে গরু আনতে যান নিরঞ্জন। এ সময় প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে পড়ে বজ্রপাতে তিনি মারা যান। পরে বৃষ্টি থেমে গেলে সন্ধ্যার দিকে স্বজনেরা মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করেন।

তিনি আরও বলেন, মেধাবী ছাত্র নিরঞ্জন সিরাজগঞ্জের একটি হোমিও মেডিকেল কলেজের শেষবর্ষের শিক্ষার্থী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইউসুফ দেওয়ান রাজু/এমআরআর