দেশজুড়ে

নাটোর কারাগারে হাজতির মৃত্যু

নাটোর জেলা কারাগারে জহুরুল ইসলাম (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮) ভোরে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাটোর কারাগারের জেলার আবু তালেব বলেন, জহুরুল ইসলাম ভোরে কারাগারে অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার পর কারা কর্তৃপক্ষ তাকে সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ২০২০ সালের ১৫ নভেম্বর মাদক মামলায় বাগাতিপাড়া উপজেলার চকহরিরামপুর এলাকার নিজ গ্রাম থেকে আটক হন জহুরুল ইসলাম। এরপর থেকে তিনি কারাগারে আটক ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস