নোয়াখালীর সুবর্ণচরে বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় মো. সোহাগ (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) দুপুরে নির্যাতিতা শিশুর বড় ভাই বাদী হয়ে মামলাটি করেন।
আসামি মো. সোহাগ পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুরের রামগতি থানার আলেকজান্ডার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শিক্ষা গ্রামের মো. মজনুর ছেলে। সে ফেরি করে ওষুধ বিক্রি করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা ও তার জবানবন্দি রেকর্ডের জন্য নোয়াখালী জেলা সদরে পাঠানো হয়েছে। আসামি সোহাগকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৭ মে) বিকেল ৪টার দিকে শিশুটি বাড়ির পাশে দাঁড়িয়ে ছিল। ওই পথ দিয়ে যাওয়ার সময় আসামি সোহাগ তাকে ডেকে পাশের কালভার্টের নিচে নিয়ে ধর্ষণ করে। এ সময় দুই পথচারী সড়ক দিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে সোহাগ দৌড়ে পালিয়ে যায়।
আরএইচ/জিকেএস