দেশজুড়ে

পিকআপচাপায় প্রাণ গেল কলেজছাত্রের

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পিকআপচাপায় ইকবাল হোসেন (২৫) নামের কলেজছাত্র নিহত হয়েছেন।

বুধবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলারর তালশারি ডিসি ইকোপার্ক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের উত্তরপাড়ার শহিদুল ইসলামের ছেলে। তিনি দর্শনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে ইকবাল হোসেন ডিসি ইকোপার্কের দিকে যাচ্ছিলেন। এ সময় শীবনগর এলাকা থেকে আসা আম বোঝাই একটি পিকআপ দর্শনা–মুজিব নগর সড়কে ওঠার সময় চাপা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, পরিবার পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সালাউদ্দীন কাজল/আরএইচ/এমএস