ভোলায় একটি উঁচু গাছে উঠে ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জেলে নিহত হয়েছেন। নিহত অজিউল্লাহ (৬০) জেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের বাসিন্দা ছিলেন।
বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ১০ টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম হাওলাদার জাগো নিউজকে বলেন, নিহত অজিউল্লাহ মাঝি একজন পেশাদার জেলে। নদী ও সাগরে মাছ শিকার করে জীবন-জীবিকা নির্বাহ করতেন তিনি। আজ সকালে তিনি তার বাড়ির পাশের বাগানের উঁচু রেইন্ট্রি গাছে উঠে ডাল কাটছিলে। ওই সময় ডালের পাশের বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একজন এসআইকে পাঠানো হয়েছে।
জুয়েল সাহা বিকাশ/এমআরআর/এএসএম