নওগাঁর পত্নীতলায় ট্রাকের চাকা বিস্ফোরণে জয়চন্দ্র মন্ডল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়চন্দ্র মন্ডল উপজেলার বহবলপুর গ্রামের শীবেন চন্দ্রের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জয়চন্দ্র মন্ডল নজিপুর বাসস্ট্যান্ডের হোসেন মটরসের কর্মচারী। শনিবার সকাল সাড়ে ১০টায় দোকানে একটি ট্রাকের চাকায় হাওয়া দিচ্ছিলেন জয়। এ সময় চাকাটির বিস্ফোরণ ঘটে। এতে জয় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।’
আব্বাস আলী/এসএমএম/জিকেএস