দেশজুড়ে

টাঙ্গাইলে পুকুর থেকে ভাই-বোনের ভাসমান মরদেহ উদ্ধার

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাঘিল বাজারের উত্তর পাশের একটি পুকুর থেকে দুই ভাই-বোনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ মে) দুপুরে তাদের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃতরা হলো- টাঙ্গাইল পৌর শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ার আদম মন্ডলের মেয়ে আবিদা (১২) ও ছেলে রিফাত (১০)।

দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাভলু মিয়া জানান, শিশু দুটি বাবার সঙ্গে আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে আত্মীয় বাড়ির পাশের একটি পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা শিশু দুটির মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, ‘শিশু দুটির মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

আরিফ উর রহমান টগর/এসজে/জিকেএস