দেশজুড়ে

বিল তুলে নেয়া সেই দুটি প্রকল্পের কাজ শুরু করেছেন ২ মেম্বার

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে বিল উত্তোলন হলেও কাজ না হওয়া দুটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। বিষয়টি উপরমহলে জানাজানি হলে শুক্রবার (২১ মে) থেকে কাজ শুরু করেছেন প্রকল্পের সংশ্লিষ্ট দুই ইউপি সদস্য।

শনিবার (২২ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের কালভার্ট তৈরির কাজ করছেন কয়েকজন শ্রমিক। তারা জানান, ইউপি সদস্যের নির্দেশে তারা কাজ শুরু করেছেন।

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ২০২০-২১ অর্থবছরের দুটি প্রকল্পে কোনো কাজ না করেই ১ লাখ ৬০ হাজার টাকার বিল উত্তোলন করে নিজেরা ভাগবাটোয়ারা করে নেয়ার অভিযোগ ওঠে দুই ইউপি সদস্য কবির মোল্যা ও লিটন বিশ্বাস সেকেনের বিরুদ্ধে।

এ নিয়ে ২০ মে ‘কাজ না করেই বিল তুলে নিলেন ২ মেম্বার’ শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এ সংবাদ প্রকাশিত হয়। এতে প্রকল্প দুটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুম রেজার নজরে আসলে তিনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

ইউএনও বলেন, ‘কাজ না করে মিথ্যা তথ্য দিয়ে বিল উত্তোলন করার বিষয়টি জাগো নিউজের সংবাদের মাধ্যমে জানার পর সংশ্লিষ্ট ইউপি সদস্যকে কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছে।’

ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু বলেন, ‘কাজ না করে পুরো টাকাটাই আত্মসাৎ করার পাঁয়তারা করেছিলেন তারা। বিষয়টি সংবাদ মাধ্যমে জানার পর স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার কালভার্ট নির্মাণের নির্দেশ দেয়ার পর তারা কাজ শুরু করেছেন।’

এসজে