দেশজুড়ে

রাঙ্গামাটিতে পর্যটকসহ ১১ জনের অর্থদণ্ড

সরকারি নির্দেশনা অমান্য করে রাঙ্গামাটিতে পর্যটক রাখায় তিন হোটেল মালিক ও আট পর্যটককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২২ মে) শহরের বিভিন্ন আবাসিক হোটেল ও পর্যটন স্পটে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, শহরের বনরূপা, পৌরসভা এলাকা, পুরাতন বাসস্ট্যান্ড এলাকা, দোয়েল চত্বর, পর্যটন-ঝুলন্ত ব্রিজ ও রিজার্ভ বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় পর্যটক রাখার অপরাধে আবাসিক হোটেল ডি মারিয়াকে পাঁচ হাজার টাকা, হোটেল সাংহাই ইন্টারন্যাশনালকে পাঁচ হাজার টাকা, পুরাতন বাসস্টেশন এলাকায় হোটেল আল হাসানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। হোটেলে অবস্থানরত চার পর্যটককে দুই হাজার ৪০০ টাকা, ঝুলন্ত সেতুতে ঘুরতে যাওয়া চার পর্যটককে চার হাজার টাকা জরিমানা করেন তিনি।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান বলেন, করোনা সংক্রামণ রোধে গত ১ এপ্রিল থেকে সকল পর্যটন স্পট বন্ধ রাখা এবং আবাসিক হোটেলগুলোতে পর্যটক না রাখার বিষয়ে নির্দেশনা দেয়া হয়। কিন্তু কিছু কিছু হোটেল এ নির্দেশনা না মানায় জরিমানা করেছি।

শংকর হোড়/আরএইচ/জিকেএস