নেত্রকোনার বারহাট্টায় বজ্রপাতে মহরম আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ মে) দুপরে উপজেলার বাউশী ইউনিয়নের দশধার মান্দারতলা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে কাজ করার সময় বজ্রপাতে আহত হন মহরম আলী। স্বজনরা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, মৃত ব্যক্তির মরদেহ দাফনের জন্য ১৫ হাজার টাকা প্রদান করতে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) নির্দেশ দেয়া হয়েছে।
এইচ এম কামাল/আরএইচ/এমকেএইচ