বগুড়ার ধুনটে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধরালো অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এছাড়া এসময় ধারণ করা ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন অভিযুক্ত ধর্ষকরা।
রোববার (২৩ মে) সকালে এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার রাঙ্গামাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে রিমন ফকির (২২) অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিতেন রিমন। কিন্ত এতে রাজি হননি ওই স্কুলছাত্রী। এমতাবস্থায় গত ১৮ এপ্রিল দুপুরে ওই স্কুলছাত্রী মসজিদে কোরআন শিক্ষা শেষে বাড়ির দিকে রওনা হয়। এসময় পথে স্কুলছাত্রীকে কৌশলে নিজের বাড়িতে ডেকে নেন রিমন।
একপর্যায়ে নিজের শয়নকক্ষের ভেতর নিয়ে ধারালো অস্ত্রের মুখে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন রিমন। এসময় রিমনের তিন বন্ধু ওই ঘরের জানালা দিয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। এ ঘটনা কাউকে জানালে ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখানো হয় স্কুলছাত্রীকে।
এরপর গত ৬ মে রাতে অভিযুক্তরা স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে তার মায়ের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না পেলে ধর্ষণের ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেন তারা।
এ ঘটনায় গত ১১ মে স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা করেন। এ মামলায় রিমন ও তার তিন বন্ধুকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার আদেশ দিয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের আদেশে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করানো হবে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এসএমএম/এমএস