দেশজুড়ে

প্রেমের ফাঁদে ফেলে ঘরে ডেকে টাকা দাবি, গ্রেফতার ৪

মেহেরপুরের গাংনী উপজেলায় মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে টাকা ছিনিয়ে নেয়া একটি চক্রের চার সদসকে গ্রেফতার পুলিশ। এদের মধ্যে এক নারীও রয়েছেন। তারা হলেন- জোসনা রানী, তার ভাই মেঘলাল, মফিজুল ইসলাম ও মকলেছুর রহমান।

রোববার (২৪ মে) রাতে গাংনীর বামন্দী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় এক ব্যবসায়ীকে। এ ঘটনায় উদ্ধার হওয়া ওই ব্যবসায়ী বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা করেন।

পুলিশ জানায়, জোসনা রানীকে দিয়ে এ চক্রের সদস্যরা মোবাইল ফোনে ব্যবসায়ী ও যুবকদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে কৌশলে ডেকে নিতেন। পরে তাকে একটি ঘরে আটক রেখে মোটা অঙ্কের টাকা আদায় করতেন।

সম্প্রতি মেহেরপুরের এক ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় জোসনার। রোববার দুপুরে তাকে কৌশলে ডেকে নিয়ে একটি ঘরে আটক রেখে মোবাইলে ভিডিও ধারণ করে জোসনা ও তার সঙ্গীরা। এ সময় তার কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আরও পাঁচ লাখ টাকা দাবি করে।

বিষয়টি জানতে পেরে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে এবং প্রতারকচক্রের চার সদস্যকে আটক করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, ওই নারীর বিরুদ্ধে অনৈতিক এবং সামাজিক অবক্ষয় সৃষ্টির অভিযোগে নরসিংদী জেলায় দায়ের করা দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আসিফ ইকবাল/এসজে