দেশজুড়ে

দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত নলডাঙ্গার ইউএনও

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নাটোরের নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন। সোমবার (২৪ মে) সকালে নাটোর সদর হাসপাতালে এন্টিজেন টেস্ট রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। এর আগে তিনি করোনা প্রতিরোধে দুই ডোজ টিকাও নিয়েছিলেন।

আব্দুল্লাহ আল মামুন বলেন, গত রাতে হঠাৎ করে জ্বর আসে। সকালে নাটোর সদর হাসপাতালে করোনা টেস্টের জন্য নমুনা দিয়ে আসি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

রেজাউল করিম রেজা/আরএইচ/এমএস