দেশজুড়ে

জয়পুরহাটে ইয়াবা-ব্ল্যাংক কার্তুজসহ কারবারি আটক

জয়পুরহাটে দুই হাজার পিস ইয়াবা ও ৭১টি ব্ল্যাংক কার্তুজসহ বকুল হোসেন সাবু (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৪ মে) শহরের আরাম নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি সাবেক সেনা সদস্য ও শহরের আরাম নগর মহল্লার মৃত আজিম উদ্দিনের ছেলে।

পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা বলেন, ২০১৪ সালের জুন মাসে বকুল হোসেন সাবু সেনাবাহিনী সদস্য থেকে অবসরে যান। এরপর থেকে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

রাশেদুজ্জামান/আরএইচ/এমএস