মেহেরপুরের গাংনী উপজেলার ধলা মাঠের একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে গাংনী থানা পুলিশের একটি দল স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, মরদেহের হাত-পা বাঁধা ছিল। মরদেহের কাছ থেকে উদ্ধার হওয়া পোশাক দেখে তাকে নারী বলে শনাক্ত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
গাংনী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, রাধাগোবিন্দপুর ধলা গ্রামের কৃষক বেল্টু মিয়া দুপুরের দিকে ক্ষেতে গিয়ে লাশের গন্ধ পেয়ে কৃষকদের সঙ্গে নিয়ে মরদেহের সন্ধান পায়। গলিত মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিচয় ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
আসিফ ইকবাল/জেডএইচ/জিকেএস