টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ মে) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা সদরের লড়ির চালক আব্দুল মোমিন (২৮) ও হেলপার বাঁধন মিয়া (২৪)।
বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার রেজাউল করিম বলেন, ভাতকুড়া নামক স্থানে ঢাকা থেকে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক লড়ির পেছনে ধাক্কা দেয়। এতে লড়িটি মহাসড়কের মাঝের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এসময় লড়ির চালক আব্দুল মোমিন ও হেলপার বাঁধন মিয়া ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মাদ ইদ্রিসের নেতৃত্বে একটি দল মরদেহগুলো উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাস ও লড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/এসএমএম/এএসএম