বগুড়ায় বিদেশি মদ ও জুয়ার সরঞ্জামসহ ১০ জনকে আটক করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়। বুধবার (২৬ মে) মধ্যরাতে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া সদর উপজেলার হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকায় ইয়ার আলী নামের একজনের বাড়িতে জুয়ার আসর বসানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ইয়ার আলীসহ ১০ জুয়াড়িকে আটক করা হয়।
আটক অন্যরা হলেন- আনিছুর মোর্শেদ (২৪), নাহিদ মিয়া (৩৫), আফতাব আলম (৪০), আরিফ (২৬), রফিক হোসেন (৩০), দুলাল মিয়া (২৮), ইসমাইল হোসেন (২৮), খোরশেদ আলম (৬৫), আল আমিন (২৭)। এসময় এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
বগুড়া র্যাব কোম্পানির কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, আটক ১০ জুয়াড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এএইচ/জেআইএম