ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের ৭নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মোক্তার বিশ্বাস। তার বর্তমান বয়স ৫০ বছর। অথচ তার ছেলের বয়স কি-না ৫৪ বছর! তাদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) এমন ব্যতিক্রমী ঘটনা ঘটেছে।
মোক্তার বিশ্বাসের জাতীয় পরিচয়পত্রের তথ্য বলছে, তার জন্ম ১৯৭১ সালের ১৮ নভেম্বর। আর মোক্তার বিশ্বাসের ছেলে আয়ুব বিশ্বাসের জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তার জন্ম ১৯৬৭ সালের ১৮ মার্চ। গড় হিসাব অনুযায়ী দেখা যায়, বাবার সাড়ে চার বছর আগে ছেলের জন্ম হয়েছে।
জাতীয় পরিচয়পত্রের এমন বিভ্রান্তিতে ভোগান্তিতে পড়েছেন আয়ুব বিশ্বাস। তিনি বলেন, ‘আমার ভোটার আইডিতে জন্মতারিখ বাবার বয়সের থেকে অনেক বেশি হয়ে গেছে। জানি না কীভাবে এমনটা হলো। এখন তো এ নিয়ে খুব সমস্যায় পড়লাম। এ আইডি দিয়ে তো কোনো কাজ করতে পারব না।’
এ প্রসঙ্গে আলফাডাঙ্গা উপজেলা নিবার্চন কর্মকর্তা শামীম আহমাদ জানান, ২০০৯ সালের আগে যারা ভোটার হয়েছেন তাদের তথ্যগত ত্রুটির কারণে এমন সমস্যা হতে পারে। যারা সংশোধনের আবেদন করেছেন তাদের সংশোধন প্রক্রিয়া চলমান।
এসআর/জেআইএম