দেশজুড়ে

মরিচ ক্ষেতে মিলল যুবকের ক্ষতবিক্ষত মরদেহ

মানিকগঞ্জের শিবালয়ে রমজান আলী (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৮ মে) সকালে উপজেলার শিমুলিয়া গ্রামে মরিচ ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

রমজান আলী ওই গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে। তিনি ঢাকার উত্তরায় একটি প্রিন্টিং প্রেসের কর্মচারী ছিলেন।

রমজান আলীর ফুফাতো ভাই নাসির মিয়া জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় আগের দিন ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন রমজান। রাত ১০ টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর বাজারে পৌঁছানোর পর স্ত্রীর সঙ্গে সর্বশেষ কথা হয়। এসময় দ্রুত সময়ের মধ্যেই বাড়ি পৌঁছে যাবেন বলে জানান তিনি। কিন্তু ঘণ্টাখানেক পর রমজানের ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়ায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। রাতভর বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

সকালে স্থানীয় এক ব্যক্তি ক্ষেতে মরিচ তুলতে গিয়ে রমজানের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, রমজানের গলা-মাথা ও হাতসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বি.এম খোরশেদ/আরএইচ/এমএস