দেশজুড়ে

প্রতিপক্ষকে ফাঁসাতে সন্তান অপহরণের নাটক সাজালেন বাবা

খুলনার রূপসায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ সন্তানকে অপহরণের নাটক সাজিয়েছেন বাবা। পরে পুলিশের অভিযানে প্রকৃত রহস্য উন্মেচন হয়েছে। শুক্রবার (২৮ মে) বেলা ১১টার দিকে থানা পুলিশের একটি দল খুলনার শিববাড়ী মোড় এলাকা থেকে ওই সন্তানকে উদ্ধার করে।

তার নাম আহনাফ মোজাহিদ ওরফে নিয়াজ (১৪)। সে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের আমদাবাদ গ্রামের আজম খানের ছেলে ও লখপুর আলহাজ আমবিয়া ইসহাক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যায় ওই স্কুলছাত্র অপহরণ হয়েছে বলে তার বাবা থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশের দুটি টিম রাতভর বিভিন্ন জায়গায় অভিযান চালায়। অভিযোগ মতে এলাকার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। কিন্তু কোনোভাবেই ওই ছাত্রকে উদ্ধার করা যাচ্ছিল না। পরে কৌশলে ওই ছাত্রের মোবাইল নম্বর সংগ্রহ করে প্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে জানাজানি হয় যে, স্থানীয় একটি পরিবারের সঙ্গে জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে প্রতিপক্ষকে হয়রানি করার জন্য এ নাটক সাজান ওই ছাত্রের বাবা।

এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, অভিযোগ পেয়ে ওই কিশোরকে উদ্ধারে সারারাত অভিযান চালায় থানা পুলিশ। উদ্ধার অভিযান শেষে প্রকৃত রহস্য উন্মেচন হয়েছে। এ ব্যাপারে মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মিথ্যা অভিযোগের ভিত্তিতে আটক তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

আলমগীর হান্নান/এসআর/জেআইএম