সিলেটের বালাগঞ্জে একটি ইটভাটার ব্যবস্থাপক দিরাজ কুমার পালকে (৫৬) কুপিয়ে হত্যার ঘটনায় ছয় সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বালাগঞ্জ থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদেরকে আটক করে।
শুক্রবার (২৮ মে) দুপুরে বালাগঞ্জের গহরপুর রতনপুর জিবিসি ইটভাটায় ব্যবস্থাপক ধীরাজ কুমার পালকে তার কর্মস্থলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর ইটভাটার টাকাপয়সা লুট করে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনার পর স্থানীয়রা ধীরাজ পালকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বালাগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথকভাবে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে। এর মধ্যে থানা পুলিশ কর্তৃক চারজনের আটকের কথা শুক্রবার দিবাগত রাতে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান। আটকদের পরিচয় প্রকাশ করেননি তিনি।
নাজমুল হাসান জানান, ঘটনা সম্পর্কে জানার চেষ্টা চলছে। আটকদের এ ঘটনার সঙ্গে কারো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের গ্রেফতার দেখানো হবে।
এদিকে, এই ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি। নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, মরদেহের সৎকারের পর মামলা করা হবে। শনিবার বিদেহীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। ধীরাজ পাল বালাগঞ্জের গহরপুর রতনপুর ইটভাটায় প্রধান ব্যবস্থাপক হিসেবে কাজ করছিলেন। তিনি সিলেট নগরের দক্ষিণ সুরমার আলমপুর এলাকার মনিপুর গ্রামের দিতেজ কুমার পালের ছেলে এবং গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র সাংবাদিক দেবাশীষ দেবুর চাচা।
ছামির মাহমুদ/এআরএ