দেশজুড়ে

সিরাজগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। রোববার (৩০ মে) বিকেলে উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা লেদুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আরও এক নারী আহত হয়েছেন।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহেল রানা (৪২) ও আলম মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (২৫)। অপরজন একই এলাকার আলম হোসেনের স্ত্রী ফুর্তি খাতুন (২৬)।

কায়েমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসিবুল হক হাসান বলেন, বাড়ির পাশের ধানক্ষেতে কাজ করার সময় ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। এ সময় তারা পাশের একটি শ্যালো মেশিন ঘরে গিয়ে আশ্রয় নেন। এ সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে তিনজনের শরীর ঝলসে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সোহেল রানা ও জাহিদুল ইসলামের মৃত্যু হয়। আহত ফুর্তি খাতুনকে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) রেকর্ড করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা বলেন, নিহতদের পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/জেআইএম