দেশজুড়ে

বেনাপোলে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

বেনাপোলে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় দুটি খাবার হোটেল ও এক দোকানদারকে আট হাজার টাকা জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ মে) বিকেলে এ জরিমানা আদায় করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি।

তিনি জানান, বেনাপোল বন্দরে হোটেল ও দোকানে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়েছিল। এছাড়া বন্দরে মালামাল নিয়ে আসা ভারতীয় ট্রাক চালকদের কাছে কোনো পণ্য বিক্রি না করারও নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু তারা কোনো কথা ও স্বাস্থ্যবিধি না মেনেই ব্যবসা পরিচালনা করেন। এ জন্য ভ্রামমাণ আদালত পরিচালনা করে দুই খাবার হোটেল ও এক দোকানদারকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, নাভারন সার্কেল (এএসপি) জুয়েল ইমরান, বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান।

মো. জামাল হোসেন/এএইচ/জেআইএম