দেশজুড়ে

কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে ৪৫ কেজি মাছ জব্দ

কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা থাকলেও অভিযান পরিচালনা করে ৪৫ কেজি মাছ ও একটি ইঞ্জিনচালিত একটি নৌকা জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। বুধবার (২ জুন) সকালে অভিযানে এসব মাছ জব্দ করা হয়।

বিএফডিসি সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র অবৈধভাবে কাপ্তাই হ্রদের মাছ পাচার করছে, এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে বিএফডিসির বিশেষ টহল দল নৌপুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। টহল দলের সদস্যরা কাপ্তাই হ্রদের দারোগা পাহাড় সংলগ্ন একটি পাহাড়ি ঘোনায় অবস্থান নেন। পরে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে নৌকায় লুকিয়ে রাখা মাছ জব্দ করা হয়। অভিযানে বাচা, আইড়, ট্যাংরা, কালিবাউস, মিশালি প্রজাতির ৪৫ কেজি মাছ জব্দ করা হয়। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত সুমিত চাকমা ও ইঞ্জিনচালিত নৌকাচালক স্বপ্ন প্রসাদ চাকমাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

বিএফডিসি রাঙ্গামাটি জেলার ব্যবস্থাপক লে. কমান্ডার তৌহিদুল ইসলাম মাছ জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, কাপ্তাই হ্রদে প্রতিবছরই কার্পজাতীয় মাছের বংশবিস্তার ও মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছ আহরণ বন্ধ থাকে। এসময়ে হ্রদে সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা থাকে। বর্তমানে এ নিষেধাজ্ঞা চলমান রয়েছে।

শংকর হোড়/এসআর/এমকেএইচ