দেশজুড়ে

মাধবদীতে ভুয়া অতিরিক্ত পুলিশ সুপার গ্রেফতার

নরসিংদীর মাধবদীতে অরুণ রতন নাথ (৩৮) নামের এক ভুয়া অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ জুন) মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

অরুণ রতন নাথ চট্টগ্রাম জেলার মিরেশ্বরাই উপজেলার জনারদন পুর গ্রামের সুব্রত নাথের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিজেকে র‌্যাব হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে কটি কাভার্ডভ্যান চালকের কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করেন অরুণ রতন নাথ। টাকা দিতে না পারায় চালকের ওপর ক্ষিপ্ত হন তিনি। পরে তার আচারণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার দাবি করেন। খোঁজ নিয়ে সে পরিচয় ভুয়া বলে প্রমাণিত হয়। এ সময় তার কাছ থেকে একটি কালো রঙের ওয়াকিটকি উদ্ধার করা হয়।

মাদবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুজ্জামান বলেন, তার বিরুদ্ধে থানায় মামলার দায়ের করা হয়।

সঞ্জিত সাহা/আরএইচ/এএসএম