দেশজুড়ে

ফরিদপুরে মামলার ১২ ঘণ্টার মধ্যে অভিযোগপত্র দাখিল

ফরিদপুরের ভাঙ্গায় জুয়া আইনের একটি মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

বুধবার (২ জুন) রাতে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামে মান্নান ব্যাপারীর বসতবাড়ি সংলগ্ন মেহগনি বাগানে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার সময় মঙ্গলবার রাতে পুলিশ ছয় জুয়ারিকে আটক করে।

উপপরিদর্শক (এসআই) তাহসিনুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মঙ্গলবার জুয়া আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জয়ন্ত চৌধুরী মামলাটি পাওয়ার পর তদন্ত শেষ করে ১২ ঘণ্টার মধ্যে বুধবার (২ জুন) অভিযোগপত্র আদালতে দাখিল করেছেন।

এই মামলার আসামিরা হলেন- মো. মনির খান (৪০), রুহুল সালাউদ্দিন হাওলাদার (৪০), আশিক বেপারী (২৫), রুবেল শরীফ (২৪) ও এনায়েত মিয়া (৪২)।

এসজে/জেআইএম