জাতীয় সংসদে বাজেট ঘোষণার কারণে বেনাপোলে বিল অব এন্ট্রি দাখিল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২ জুন) রাত ১২টা থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত বেনাপোলে কাস্টম হাউজে বিল-অব এন্ট্রি দাখিল ও মেনিফেস্ট (আইজিএম) এন্ট্রি বন্ধ রাখতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) সকাল থেকে সারাদিন বেনাপোল কাস্টমস হাউজে কোনো বিল অব এন্ট্রি দাখিল হচ্ছে না। পাশাপাশি নতুন মেনিফেস্ট (আইজিএম) এন্ট্রি বন্ধ থাকায় আগের আইজিএম করা পণ্য আসছে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে।
শুক্রবার সাপ্তাহিক ছুটির বন্ধের পর শনিবার (৫ জুন) থেকে পুনরায় আমদানি-রফতানি চালু হবে। তবে বাজেটের আগের দাখিলকৃত বিল অব এন্ট্রির সকল কার্যক্রম ও মালামাল খালাস করা হচ্ছে।
বুধবার রাতে বেনাপোল কাস্টম হাউজের উপ-কমিশনার এস এম শামীমুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা বলা হয়।
আদেশে বলা হয়, বৃহস্পতিবার বাজেট উপলক্ষে পূর্ব সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ ও বাজেট ঘোষণা পরবর্তী করণীয় আলোচনার জন্য বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত কাস্টম হাউজে বিল অব এন্ট্রি দাখিল ও মেনিফেস্ট এন্ট্রি বন্ধ রাখা হয়েছে। এসময়ে কোনো ধরনের বিল অব এন্ট্রি বাতিল বা কোনো ধরনের পরিবর্তন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
যেসকল পণ্য চালানের আইজিএম দাখিল করা হয়েছে কিন্তু বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি সেসকল পণ্য চালান শনাক্ত করা হবে। প্রয়োজনে কোনো পণ্য চালান শুল্কায়নের পূর্বে দাখিলকৃত আইজিএমের সঙ্গে ক্রসচেক করতে হবে।
বেনাপোল কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, বেনাপোল কাস্টম হাউজ থেকে কাস্টম কমিশনারের পক্ষে উপ-কমিশনার স্বাক্ষরিত এক পত্রে এসব জানানো হয়। বিষয়টি সদস্যদের অবহিত করা হয়েছে।
আগামী রোববার (৬ জুন) সকাল থেকে নতুনভাবে শুল্কায়ন সংক্রান্ত সব কার্যক্রম চলবে।
জামাল হোসেন/এসএমএম/এমকেএইচ