টাঙ্গাইলে পানিতে ডুবে আব্দুল্লাহ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) সকালে নিজ বাড়ির পাশে বংশাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্যা পূর্বপাড়া এলাকার প্রবাসী আব্দুস সামাদের ছেলে।
নিহতের প্রতিবেশী শিপন মাস্টার জানান, সকাল থেকে শিশু আব্দুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে খবর আসে বাড়ির পাশে বংশাই নদীতে শিশুটি ভেসে উঠেছে।
পরে শিশুটির পরিবার স্থানীয়দের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. আরিফ বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে নিহতের পরিবার তার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।
আরিফ উর রহমান টগর/এসএমএম/এএসএম