মানিকগঞ্জের শিবালয়ে বাসের ধাক্কায় আইয়ুব আলী (৩৬) নামের সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের উথলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার শিবরামপুর এলাকার ফজর মাতব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিএলফি পরিবহনের একটি বাস ওই এলাকায় পৌঁছালে একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজি যাত্রী আইয়ুব আলী ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা চালকসহ আরও তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন।
বি.এম খোরশেদ/আরএইচ/এমকেএইচ