দেশজুড়ে

কাজের স্বীকৃতি পেলেন বগুড়ার ২১ পুলিশ সদস্য

বগুড়ায় চার ক্যাটাগরিতে এবার ২১ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। সোমবার (৭ জুন) বেলা ১১ টায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে মাসিক কল্যাণ সভায় তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া।

বগুড়ায় পুলিশের মিডিয়া বিভাগের প্রধান এবং অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, ওই চার ক্যাটাগরিতে কনস্টেবল, এএসআই, এসআই, ইন্সপেক্টর ও সার্কেল অফিসারদের পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

চৌকস কার্য সম্পাদন ক্যাটাগরিতে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই খোকন চন্দ্র দাস, সারিয়াকান্দি থানার এসআই নজরুল ইসলাম, সদর থানার এসআই তনয় কুমার মণ্ডল, সদর কোর্টের এএসআই মনোয়ার হোসেন, সদর থানার এএসআই মাসুদ রানা, জেলা বিশেষ শাখার কনস্টেবল রাকিবুল ইসলাম, খাইরুল ইসলাম ও পুলিশ লাইন্সের আব্দুল মজিদ।

সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী হিসেবে সদর ট্রাফিক সার্জেন্ট সত্যবান সরকার পুরস্কৃত হয়েছেন।

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটনকারী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন জেলা গোয়েন্দা শাখার মজিবর রহমান, শাজাহানপুর থানার এসআই শামীম হোসেন ও এএসআই শামীম হোসেন। বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন জেলা গোয়েন্দার ওসি আব্দুর রাজ্জাক ও বগুড়া পুলিশ অফিসের সহকারী আব্দুল মান্নান।

এছাড়া অর্থ পুরস্কার পেয়েছেন ছয়জন। এদের মধ্যে সদর থানার মীর রায়হান সিদ্দিকী, সোনাতলা থানার আব্দুর রহিম, সারিয়াকান্দি থানার নজরুল ইসলাম, মাহমুদুর রহমান, কাহালু থানার ইলিয়াস রহমান ও সদর থানার মাসুদ রানা।

আরএইচ/এএসএম