দেশজুড়ে

শিবচরে বজ্রপাতে যুবকের মৃত্যু

মাদারীপুরের শিবচরে বজ্রপাতে রাকিব শেখ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের দোতারা এলাকায় এ ঘটনা ঘটে।

রাকিব ওই এলাকার জহির উদ্দিন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাংলাবাজার ঘাট থেকে কাজ শেষে বাড়ি ফেরেন রাকিব শেখ। বাড়ির উঠানে পৌঁছালে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিরাজ হোসেন বলেন, বজ্রপাতে রাকিব শেখ নামের এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একে এম নাসিরুল হক/আরএইচ/এএসএম