ভোলার চরফ্যাশনে স্বামীর বাড়ির সামনে থেকে জেসমিন আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ জুন) সকালে ওই গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত জেসমিন আক্তার উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এওয়াজপুর গ্রামের মাঝি বাড়ির কৃষক মো. আবুল কালামের স্ত্রী।
স্থানীয়রা জানান, প্রায় ১০ মাস আগে একই উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের জেসমিনের সঙ্গে আবুল কালামের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসারে ঝগড়া-ঝামেলা চলে আসছিল। এ নিয়ে আবুল কালাম তার স্ত্রী জেসমিনকে মারধর করতেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত সোমবারও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এতে আবুল কামাল জেসমিনকে মারধর করেন। পরে মঙ্গলবার সকালে বাড়ির সামনে পুকুর পাড়ে একটি গাছের সঙ্গে ওড়না পেঁচানো জেসমিনের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
জুয়েল সাহা বিকাশ/এসজে/এমএস